কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক আশরাফুল হক চৌধুরী

রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

গতকাল মঙ্গলবার কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফুল হক চৌধুরী ১ জানুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি গণচীন থেকে মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স, পাকিস্তানে গানারি স্পেশালাইজেশন কোর্স, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে স্টাফ কোর্স, ইউএস নেভাল ওয়ার কলেজ থেকে নেভাল স্টাফ কোর্স, এনডিসি বাংলাদেশ থেকে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স, এনডিইউ চীনে স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স, যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স সম্পন্ন করেছেন।

আশরাফুল হক চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ৭ ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। এর আগে তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Currency paradox: Why is Bangladesh Bank buying dollars? 

Taka gains spark BB intervention, foiling further dollar decline

1h ago