ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণ করবে ডিএনসিসি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার প্রয়াত মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

প্রয়াত ক্রিকেটার রুবেলের স্ত্রী চৈতি ফারহানা গণমাধ্যমের মাধ্যমে কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

ডিএনসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র আতিকুল এখন ওমরা পালনে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি কবরটি সংরক্ষণে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। মেয়র দেশে ফিরে এলে কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেন, 'তিনি নিজের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।'

তিনি আরও বলেন, 'যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন সে মানুষটি চিরবিদায়ের বেলায় এক টুকরো মাটি পাবে না, তা হতে পারে না।'

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪০ বছর। বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago