খালে মাছ ধরতে গিয়ে দুই ভাইসহ নিখোঁজ ৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালে মাছ ধরতে গিয়ে দুই কিশোর ও এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের খোঁজ পায়নি।
নিখোঁজ তিন জন হলেন- দরগাহ্ পাড়ার মোহাম্মদ শাহজাহানের দুই ছেলে ওমর ফারুক (২৩) ও মোহাম্মদ মোরশেদ (১৫) এবং নুরুল আবছারের ছেলে দেলোয়ার হোসেন (১৬)।
স্থানীয়রা জানান, আজ সকালে প্রবল বৃষ্টিতে স্থানীয় পাঁচজন মাছ ধরতে ঈদগাঁও খালের পানিতে নামেন। এ সময় প্রবল স্রোতে তিন জন খালে ভেসে যান। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে রামু ফায়ার স্টেশনের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দুপুর ২টা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
রামু ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে তা বলা যাচ্ছেনা। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কিছুক্ষণের মধ্যে নতুন করে উদ্ধার অভিযান শুরু করবে।'
Comments