খুলনায় চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা নগরীতে মন্দিরা মজুমদার নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ সরণি রোডের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্দিরা মজুমদার ২০২১ সালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। 

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্দিরা মজুমদারের বাবা প্রদীপ মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, '২০২১ সালের ৩০ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমার পিত্তথলির অপারেশন করা হয়। তখন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদারের সঙ্গে আমার মেয়ের পরিচয় হয়। পরবর্তীতে তা প্রেমের রূপ নেয়।'

'আমার মেয়ে জানতে পারে ডা. সুহাস রঞ্জন হালদারের আগে বিয়ে হয়েছিল। পরে আমার মেয়ে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে জীবন নাশের হুমকী দিয়ে বিয়ে করবে না বলে জানায়। মেয়েটি যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে', বলে জানান প্রদীপ মজুমদার।

ওসি মোমতাজুল হক বলেন, 'মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারে সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, তাই ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।'

এ প্রসঙ্গে জানার জন্য ডা. সুহাস রঞ্জন হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। ডা. সুহাস রঞ্জন হালদার অভিযুক্ত হলে তার শাস্তি হবে।'

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

16m ago