গিনেস বুকে খর্বাকৃতির গরু রানীর নাম

মৃত্যুর ৩৯ দিন পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম উঠেছে বাংলাদেশের সাভারের শিকড় এগ্রো ফার্মের গরু রাণীর।
গত ১৯ আগস্ট মৃত্যুর আগে ২৬ কেজি ওজনের গরু রানীর উচ্চতা ছিল মাত্র ১ ফুট ৮ ইঞ্চি বা ৫০ দশমিক ৮০ সেন্টিমিটার।
শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মোহাম্মদ আবু সুফিয়ান আজ মঙ্গলবার দুপুরে রানীর নাম গিনেস বুকে ওঠার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, 'গত ২৩ সেপ্টেম্বর আমরা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেকর্ড জয়ের ইমেইল পেয়েছি। গতকাল সোমবার রানীর নাম গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে অন্তর্ভুক্ত হয়।'
এর আগে অসুস্থ হওয়ার পর গত ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সাভার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গরুটি মারা যায়।
আবু সুফিয়ান বলেন, 'পরবর্তীতে বিষয়টি গিনেস কর্তৃপক্ষকে জানালে, তারা রানীর ময়না তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে। আমরা পরে সেটি জমা দেই। গতকাল সব প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে গিনেস কর্তৃপক্ষ রাণীকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসাবে স্বীকৃতি দিয়েছে।'
এ বছর জুলাই মাসে গরুটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর হয়। ৪ জুলাই খামার কর্তৃপক্ষ গরুটিকে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু দাবি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড প্রাপ্তির জন্য আবেদন করে।
Comments