গোমতী-গ্রাস!

নদীকে 'জীবন্ত সত্ত্বা' হিসেবে ঘোষণা দিয়ে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় দিয়েছেন বছর দুয়েক আগে। আদালত বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব জড়িয়ে আছে নদীর বাঁচা-মরার ওপর। বলেছেন, নদী বাঁচলে দেশ বাঁচবে।
হাইকোর্টের এমন রায়ের পরও থেমে নেই নদী-দখল। বেদখলের এমন দৃশ্য সম্প্রতি দেখা গেছে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর কাছে। বালুর ব্যবসা চালাতে গোমতীর গুরুত্বপূর্ণ অংশে ভূমিদস্যুদের এই অবৈধ স্থাপনা। তাদের দৌরাত্ম্যে ইতোমধ্যে দেশে অনেক নদীর মৃত্যু হয়েছে।
ছবি: আনিসুর রহমান
Comments