চট্টগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটুপানি

বন্দর নগরী চট্টগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিতেই বিভিন্ন রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
আজ শনিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি স্থায়ী হয় সকাল ৯টা পর্যন্ত। এতে নগরের নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে যায়। অফিসমুখী মানুষকে জমে থাকা পানি ডিঙিয়ে চলাচল করতে দেখা গেছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জলাবদ্ধতার কারণে সকালে ছাত্র-ছাত্রীদের দুর্ভোগে পড়তে দেখা যায়। বাংলাদেশ মহিলা সমিতির বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শায়রা ইসলাম বলেন, বৃষ্টি হলেই স্কুলের সামনের সড়কে পানি জমে যায়। স্কুলে প্রবেশ ও বের হতে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের।

শনিবার সকালে নগরীর চকবাজার, প্রবর্তক, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় কোথাও কোথাও পানি জমে থাকতে দেখা গেছে।
Comments