চমেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গত রাত সোয়া ১টার দিকে মাদক মামলার আসামি কাঈসাং মারমা (৫৬) মারা যান। তার বাড়ি রাঙামাটির চন্দ্রঘোনায়।
চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম জানান, গত ১৯ এপ্রিল কাঈসাং কারাগারে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি হন। পরে তাকে চমেকে স্থানান্তরিত করা হয়।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments