চলছে ফেরি, সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ভিড়

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা না মেনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে মানুষ ও যানবাহন পার করা হচ্ছে।
paturia_ghat_23july21.jpg
আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে শতাধিক মোটরসাইকেল ও যাত্রীবাহী যানবাহন পাটুরিয়া ঘাটে আসে। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা না মেনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে মানুষ ও যানবাহন পার করা হচ্ছে।

আজ শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ঘটে মানুষের ভিড় দেখা যায়। সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে রোরো ফেরি ভাষা শহীদ বরকত পাটুরিয়া ফেরি ঘাটের তিন নম্বর পন্টুনে এসে পৌঁছে। ফেরি থেকে শতাধিক মোটরসাইকেল নামতে দেখা যায়। এ ছাড়া, ছোট-বড় সব ধরনেরর গাড়ি দেখা গেছে।

আলাপকালে আব্দুল হক নামে এক যাত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাড়ি রাজবাড়ী জেলায়। আমার একটি চাকরির পরীক্ষা রয়েছে, তাই বাধ্য হয়েই যাচ্ছি।'

সাদী মোহাম্মদ নামে আরেক যাত্রী বলেন, 'আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মালিক যেতে বলেছেন, তাই যাচ্ছি। না গেলে তো চাকরি থাকবে না। চাকরি গেলে পরিবার নিয়ে যাব কোথায়, খাব কী?'

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা ডেইলি স্টারকে বলেন, 'পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবায় নিয়জিত প্রতিষ্ঠানের গাড়ি চলছে। গত রাতে কিছু গাড়ি দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছিল। মানবিক কারণে সেগুলোকে ফেরি পারের সুযোগ দেওয়া হয়েছে।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে কিছু যাত্রী ও অন্যান্য গাড়িও ফেরিতে উঠে যাচ্ছে।

Comments