চলে গেলেন শহীদজায়া বেগম মুশতারী শফী
বিশিষ্ট লেখক ও শহীদজায়া বেগম মুশতারী শফী মারা গেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দসৈনিক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আজ সোমবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে মেহরাজ তাহসিন শফী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি কিডনি, রক্তের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতায় গত ২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম থেকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে গত ১৪ ডিসেম্বর তাকে সিএমএইচের আইসিইউতে স্থানান্তর করা হয়।
তাহসিন জানান, গতকাল সকালে মাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। কিন্তু, বিকেল পৌনে ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং বিকেল ৫টা ১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল সকালে তার মরদেহ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে এবং চট্টগ্রাম শহীদ মিনার রাখা হবে। পরে তাকে বন্দর শহরে সমাধিস্থ করা হবে।
মুশতারী শফী ২০১৬ সালে স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমী ফেলোশিপে সম্মানিত হন। ২০২০ সালে তাকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়।
তিনি এবং তার স্বামী ডা. মোহাম্মদ শফী চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বন্দর শহরের এনায়েত বাজারে তাদের বাসভবনে অনেক স্বাধীনতা সংগ্রামীকে আশ্রয় দিয়েছিলেন এই দম্পতি।
Comments