চাঁদপুরে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার থেকে দই ব্যবসায়ী নারায়ণ ঘোষের (৬০) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি দোকানের পেছন থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ নিশ্চিত করে মরদেহটি শহরের ঘোষ পাড়া এলাকার নারায়ণ ঘোষের।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আমরা মরদেহটি উদ্ধারের পর নিশ্চিত হই কেউ তাকে জবাই করে হত্যার পর এখানে বস্তায় ভরে ফেলে গেছে। বাজারের অনেকের সঙ্গে কথা কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে।'
ওই বাজারের ব্যবসায়ী শরীফ স্টিলের স্বত্ত্বাধিকারী শরীফ হোসেন বলেন, 'আমি সকাল ৭টায় দোকান খুলতে এসে দোকানের পেছনে একটি বস্তা দেখতে পাই। আমি ভেবেছিলাম মুরগী ব্যবসায়ীরা আবর্জনা ফেলে গেছেন। কিন্তু, সকাল ৯টা পর্যন্ত এটি না সরানোর কারণে স্থানীয়রা খুলে মরদেহটি দেখতে পান। আমি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।'
Comments