চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর
বাংলাদেশের আকাশে আজ রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে আজ মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
শনিবার ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদুল ফিতরের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৭টায় এবং পরের চারটি যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
কঠোর নিরাপত্তার মধ্যে দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণ সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জামাত অনুষ্ঠিত হতে না পারলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের ঈদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা থাকবে।
Comments