চাটখিল, চৌমুহনীতে ভাঙচুর

নোয়াখালীর চাটখিল ও বেগমগঞ্জের চৌমুহনীতে ভাঙচুর করেছেন মিলিছকারীরা। এখনো চৌমুহনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসেনি বলে জানিয়েছেন বেগমগঞ্জের ইউএনও।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বেগমগঞ্জের ইউএনও শামসুন নাহার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'মিছিলকারীরা এখানে এখনো ভাঙচুর চালাচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছি না। জুমার নামাজ শেষে তারা মিছিল বের করে ও ভাঙচুর চালায়।'
র্যাব-১১ কোম্পানি কমান্ডার মো. শামীম বলেন, 'সকাল থেকে ১ প্লাটুন র্যাব মোতায়েন ছিল। পরে তাদের কোম্পানীগঞ্জ ও কবিরহাটে পাঠানো হয়। চাটখিল ও বেগমগঞ্জের চৌমুহনীতে ২ প্লাটুন র্যাব পাঠানো হচ্ছে।'
দ্য ডেইলি স্টারের নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, জুমার নামাজ শেষে মিছিলকারীরা কলেজ রোড ও ডিবি রোড এলাকায় ভাঙচুর শুরু করে।
Comments