চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নির্মাতা ও পরিচালক চয়নিকা চৌধুরীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'চয়নিকা চৌধুরী যেহেতু পরীমণির ঘনিষ্ঠ এবং তারা যেহেতু একসঙ্গে থাকেন, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।'
'তাকে আটক বা গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি', যোগ করেন তিনি।
এ বিষয়ে পরিচালক সালাউদ্দিন লাভলু দ্য ডেইলি স্টারকে বলেন, 'চয়নিকা চৌধুরীকে ডিবি নিয়ে গেছে জেনেছি। কিন্তু কী কারণে, তার অপরাধ কী, তা জানি না।'
চয়নিকা চৌধুরী অনেক নাটক ও টেলিফিল্ম তৈরি করেছেন। সেগুলো দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি তার পরিচালিত সিনেমা 'বিশ্বসুন্দরী' মুক্তি পায়।
Comments