ছেলের বিয়েতে অতিরিক্ত মদ পানে বাবার মৃত্যু

যশোরে ছেলের বিয়েতে অতিরিক্ত মদ পান করে বাবা দিলু হরিজন (৫৫ ) মারা গেছেন। সোমবার সন্ধ্যায় যশোর শহরের পুরাতন পৌরসভার সামনে হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, হরিজন পল্লীতে আজ ননী হরিজনের মেয়ে সঞ্জনার সঙ্গে দিলু হরিজনের ছেলে হৃদয় হরিজনের বিয়ে হয়। বিয়ে শেষে বাড়ি ফেরার আগে বরের বাবা দিলু হরিজন অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ দিলুকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।
'অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে,' চিকিৎসক উল্লেখ করেন।
যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, অতিরিক্ত মদ পান করায় স্ট্রোক করেন দিলু হরিজন। পরে তিনি মারা যান।
ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
Comments