জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে স্থাপিত হচ্ছে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের অংশ হিসেবে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ ও এফএও’র মধ্যে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের অংশ হিসেবে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ ও এফএও'র মধ্যে 'শেখ মুজিব-বাংলাদেশ রুম' স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

আজ মঙ্গলবার ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফলে, এফএও'র মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে। যা বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।

হাইব্রিড মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এফএও'র সঙ্গে বাংলাদেশের চার দশকের অধিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে (মুজিববর্ষ) বঙ্গবন্ধুর নামে রুম স্থাপনে সহায়তার জন্য এফএও'র মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় 'শেখ মুজিব-বাংলাদেশ রুম' স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষর আবেগের এবং গৌরবের একটি মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ও এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও'র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। তিনি এফএও এবং ডব্লিউএফপি'র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রথমবারের মত আগামী বছরের ৮-১১ মার্চ এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন।

এফএও'র  মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপারসন হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি সশরীরে এফএও'র শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন। এছাড়া, ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Comments

The Daily Star  | English
Effects of global warming on Dhaka's temperature rise

Dhaka getting hotter

Dhaka is now one of the fastest-warming cities in the world, as it has seen a staggering 97 percent rise in the number of days with temperature above 35 degrees Celsius over the last three decades.

10h ago