টাকা দিয়েও হজে যেতে পারেননি ৩ জন, এজেন্সিকে নোটিশ

টাকা নিয়েও ৩ হজযাত্রীকে সৌদি আরবে না পাঠানোয় হজ এজেন্সি সাবিলুল জান্নাত এয়ার ট্রাভেলস লিমিটেডের স্বত্বাধিকারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই ৩ হজযাত্রীর নাম আসমা বেগম, রিনা আক্তার ও আবদুল মান্নান।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রাজধানীর উত্তরায় অবস্থিত সাবিলুল জান্নাত এয়ার ট্রাভেলস লিমিটেড (হজ লাইসেন্স নম্বর ১১৪০) এই ৩ হজযাত্রীর কাছ থেকে ১৭.২০ লাখ টাকা নিয়েও তাদের সৌদি আরবে পাঠায়নি।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সাবিলুল জান্নাত এয়ার ট্রাভেলস লিমিটেডের মালিককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। কেন এই এজেন্সির হজ লাইসেন্স বাতিল করা হবে না এবং এজেন্সির জামানত কেন বাজেয়াপ্ত করা হবে না সে বিষয়ে ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়কে জবাব দিতে বলা হয়েছে তাকে।  

নোটিশে মন্ত্রণালয় বলেছে, ৩ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হজ এজেন্সির ব্যর্থতা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য জালিয়াতি এবং বাধার সমতুল্য, যা হজ ও ওমরাহ হজ ব্যবস্থাপনা আইন ২০২১ এর পরিপন্থী।  

দ্য ডেইলি স্টারের পক্ষে সাবিলুল জান্নাত এয়ার ট্রাভেলস লিমিটেডের কোনো কর্মকর্তা বা কোনো ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Trump says US strikes caused 'monumental damage' to Iran nuclear sites

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago