টাঙ্গাইলে ‘বিষাক্ত মদ’ পানে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় 'বিষাক্ত মদ' পান করে তিন তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে তাদের মৃত্যু হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ওই তিন জন হচ্ছেন—উপজেলার এলাসিন গ্রামের মোহাম্মদ নাসির মিয়া (২২), মো. পারভেজ (৩৪) ও মোহাম্মদ আক্কাস (২৩)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, গতকাল রাত ৯টার দিকে ওই তিন তরুণ স্থানীয় একটি মুদি দোকানে বসে মদ পান করে অচেতন হয়ে যান। পরে তাদের চিকিৎসার জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।
'ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করায় তাদের মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে', বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments