টিকার জন্য বয়সসীমা ৩৫ করার চিন্তা করছে সরকার

গণ-টিকাদান কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে ৪০ বছরের বাধ্যবাধকতা থেকে কমিয়ে ৩৫ বছর করার চিন্তা করছে সরকার।
স্টার ফাইল ছবি

গণ-টিকাদান কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে ৪০ বছরের বাধ্যবাধকতা থেকে কমিয়ে ৩৫ বছর করার চিন্তা করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন।

খুরশীদ জানান, তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে এক লাখ ৪৫ হাজার ছাত্র-ছাত্রীর একটি তালিকা পেয়েছেন, যেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে ভ্যাকসিন নিবন্ধনের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ মুহূর্তে শুধু তিনটি গোষ্ঠীর সদস্যরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে সবার জন্য নিবন্ধন উন্মুক্ত করে দেওয়া হবে।

অগ্রাধিকার তালিকাভুক্ত জনগোষ্ঠীর সদস্যদের মডার্না ভ্যাকসিন দেওয়া হবে।

যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তারা ভ্যাকসিন পাবেন, বলেন তিনি।

মহাপরিচালক জানান, মডার্না ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমটি ১০ দিনের মধ্যে শুরু হতে পারে। কেউ যদি মডার্না ভ্যাকসিন নিতে চান, তাহলে সে ব্যক্তিকে সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।

Comments