টিকিট আছে বাস নেই, বাস আছে তো টিকিট নেই
ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। মূলত উত্তর-দক্ষিণবঙ্গগামী যাত্রীরা রাত থেকেই এখানে এসে ভিড় করছেন। তবে, মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। যানজটের কারণে বাসগুলো অনেক দেরিতে ছাড়ছে বলে জানা গেছে।
এই বাস টার্মিনালে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী। তারা জানান, গতকাল থেকে বাস চলাচল শুরু হলেও, নির্দিষ্ট গন্তব্যের বাস পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। কেউ টিকিট পাচ্ছেন। আবার কেউ কেউ একাধিক কাউন্টার ঘুরেও কোনো টিকিট পাচ্ছেন না। একসঙ্গে একাধিক টিকিট পাওয়া যেন সোনার হরিণ হয়ে দেখা দিয়েছে।
এরমধ্যে টিকিট মিললেও, নির্ধারিত সময়ে দেখা পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত বাসের। এতে কাউন্টারগুলোর সামনে দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ যাত্রীদের সারি। তীব্র গরমে শিশু, নারী ও বয়স্করা বেশ কষ্ট পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।
মেহেরপুরগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বাস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। দেড় ঘণ্টা পেরিয়ে গেছে। এখনো বাসের দেখা পাইনি। কাউন্টার থেকে জানিয়েছে যানজটে আটকা পড়েছে। দুপুর ১২টার আগে এসে পৌঁছবে না। আমার ছোট শিশু গরমে বেশ কষ্ট পাচ্ছে। কখন বাস ছাড়বে, কিছুই ধারণা করতে পারছি না।’
ঝিনাইদহগামী যাত্রী মিখাইল বলেন, ‘ভোর ৬টায় টার্মিনালে এসেছি। সাড়ে ৬টায় বাস ছাড়ার কথা ছিল। সাড়ে ১০টার দিকেও বাস আসেনি। এখানে প্রতিনিয়ত মানুষের ভিড় বাড়ছে। গরমে কষ্ট পাচ্ছেন অনেক। অনেকে টিকিটের আশায় এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ছুটোছুটি করছেন।’
হানিফ পরিবহনের একটি কাউন্টারের কর্মী নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফেরিঘাট, বাইপাল ও জিরানী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাসগুলোকে গাবতলীতে আসতে দুই থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এখনো ভোরের বাসগুলো এসে পৌঁছতে এবং ছেড়ে যেতে পারেনি। তাই সব যাত্রীকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে কাউন্টারের সামনে ভিড় বাড়ছে।’
Comments