টেকনাফ সৈকতে ভেসে এলো ২৬ ফুট লম্বা তিমির মরদেহ

সৈকতে ভেসে আসা তিমির মরদেহ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ তীরে বিশালাকৃতির অর্ধগলিত মৃত তিমি ভেসে এসেছে। গতকাল রাত ৮টার দিকে উখিয়া ও টেকনাফ উপজেলা সীমানার মনখালী এলাকার সাগরতীরে ২৬ ফুট লম্বা তিমির মরদেহ ভেসে আসে।

রাতে স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে গেলে সৈকতের বালিয়াড়িতে তিমির মরদেহ দেখতে পান। পরে তারা খবর দিলে টেকনাফ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

জেলেদের কয়েকজন জানান, তারা সাগরে মাছ ধরতে গেলে বিশালাকার মৃত তিমিটি দেখতে পান। তিমিটি জোয়ার ও ঢেউয়ের ধাক্কায় তীরে আসতে থাকে। এরপর বনবিভাগ ও প্রশাসনকে খবর দেওয়া হয়। তিমিটির শরীরে প্রচুর আঘাতের চিহ্ন আছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, 'রাত ৮টার দিকে সংবাদ পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও বনবিভাগের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মৃত তিমিটি মাটির নীচে গর্ত করে পুঁতে ফেলা হয়। বেশ কয়েকদিন আগেই তিমিটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে মারা গেছে তা এখন বলা যাবে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।'

হোয়াইক্যং বন রেঞ্জের কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান বলেন, '২৬ ফুট লম্বা ও সাড়ে ১০ ফুট বেড়ের এই মৃত তিমিটি বেশ কিছুদিন আগে দূরে কোথাও মারা যেতে পারে। জোয়ারের পানি সরে গিয়ে ভাটা শুরু হলে শামলাপুর ও মনখালী বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় লোকজনকে নিয়ে রাত ২টার দিকে প্রায় গলিত তিমিটি সৈকতে গর্ত করে পুঁতে ফেলেন।'

এই পুরুষ তিমিটি ব্রাইডস হোয়েল প্রজাতির বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

2h ago