ট্রাক-পিকআপে যাতায়াত করছেন নিম্ন আয়ের মানুষ

গণপরিবহন বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে যাতায়াত করছে মানুষ। অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসের ভাড়া তুলনামূলক বেশি। তাই কম ভাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানে যাতায়াত করছেন নিম্ন আয়ের মানুষ।
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরচিা মহাসড়কের মানিকগঞ্জ অংশে রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসের পাশাপাশি খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।
যাত্রীরা যেমন মানিকগঞ্জ থেকে আরিচা ও পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একইভাবে মানিকগঞ্জে এবং ঢাকার দিকেও যেতে দেখা গেছে।
এসব খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে যাত্রী বহন বন্ধে মহাসড়কের হাইওয়ে থানার পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বিকেল সাড়ে তিনটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আরিচার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পিকআপ ভ্যানের যাত্রী রহিমা বেগম বলেন, 'আমার বাড়ি পাবনার কাজিরহাটে। সাভার থেকে মানিকগঞ্জ বাস্ট্যান্ডে এসেছি একটি পিকআপভ্যানে। ভাড়া লেগেছে দুইশ টাকা। কিন্তু, অন্য যে কোনো গাড়িতে ভাড়া চায় তিনশ টাকার বেশি। এখান থেকে আরেকটি পিকআপ ভ্যানে আরিচায় যাচ্ছি ১৫০ টাকায়। এখানেও অন্য গাড়িতে বেশি ভাড়া চায়। একটু কম ভাড়া থাকার কারণেই খোলা পিকআপ ভ্যানে যাচ্ছি।'
একই স্থান থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকের যাত্রী আব্দুল করিম বলেন, 'আমার বাড়ি রাজবাড়ির পাংশায়। পোশাক কারখানায় কাজ করি। কয়েকদিন আগে বাড়ি থেকে সাভার কর্মস্থলে গিয়েছিলাম। এখন জরুরি প্রয়োজনে আবার বাড়ি যাচ্ছি। গণপরিবহন বন্ধ থাকায় এভাবে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। অন্যান্য গাড়ির তুলনায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভাড়া একটু কম হওয়ায় এসব গাড়িতে যাচ্ছি।'
গোলড়া হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, 'খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে যাত্রী পরিবহন বন্ধে আমাদের সদস্যরা মহাসড়কের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। আজ দুটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান এবং তিনটি থ্রিহুইলারের চালককে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অনেকে ক্ষেত্রে মানবিক কারণে ট্রাক-পিকআপ ভ্যান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে এবং গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।'
Comments