ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চলবে ৫ জুলাই পর্যন্ত
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়। ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচুর ভিড় দেখা গেছে।
বাংলাদেশ রেলওয়ে ৫ থেকে ৯ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি করবে। বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত।
ফিরতি টিকেট বিক্রি হবে ৭ জুলাই থেকে। অর্ধেক পরিমাণ টিকিট ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট নিতে আসেন দুই ভাই সাকিবুল হাসান ও রাকিব।
রাজধানীর পল্লবী এলাকায় বাস করা সাকিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই রাত ৯টায় এখানে এসেছেন। আমি ভোর ৫টায় তার সঙ্গে লাইনে দাঁড়িয়েছি
কাঙ্ক্ষিত টিকিট পেয়ে দুজনেই খুশি।
হাসিমুখ সাকিব বলেন, 'আমি খুশি যে টিকিটের জন্য আমাকে আগের বছরের মতো বেশি সংগ্রাম করতে হয়নি।।'
তিনি তার পরিবারের জন্য ৭টি টিকিট কিনেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন কর্মী বলেন, 'স্টেশনে উপচে পড়া ভিড়। তারা হয়তো সবাইকে টিকিট দিতে পারবেন না। কাউকে কাউকে খালি হাতে ফিরতে হতে পারে।'
Comments