ঢাকায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ
সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। তার তিন দিনের এই সফরে জলবায়ু ইস্যুসহ নবায়নযোগ্য শক্তি ও সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করছে দুই দেশ।
সোমবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রিন্সেস ম্যারি।
আগামীকাল যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন, যেখানে তিনি শরণার্থী ও স্থানীয় কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল বাস্তবায়িত ভূমিক্ষয় নিয়ন্ত্রণ ও পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম ঘুরে দেখবেন।
কক্সবাজার থেকে রাজকুমারী ম্যারি যাবেন সাতক্ষীরায়। সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের সাথে কথা বলবেন।
ডেনমার্ক রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে এবং রাজকুমারীর এই সফর বিশ্বব্যাপী তাদের উদ্দেশ্যকে তুলে ধরবে বলে ডেইলি স্টারকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) ফৈয়াজ মুর্শিদ কাজী।
তার এই সফরে জলবায়ু পরিবর্তন এবং এই খাতে কীভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোকপাত করবেন।
Comments