ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা -আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ না থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া রাজধানীর উপকণ্ঠ সাভারের সড়কগুলোতেও যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা -আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে সেটা স্বাভাবিক। কোথাও কোনো যানযট নেই।'
এদিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, 'সাভারের সড়কগুলোতে যানবাহনের চাপ স্বাভাবিক। সড়কগুলো স্বাভাবিকের তুলনায় ফাঁকা রয়েছে। আগামীকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে।'
Comments