ঢাকা কলেজ ৫ মে পর্যন্ত বন্ধ, বিকেল ৫টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগামি ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের আবাসিক হোস্টেল বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন। শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতির কারণে হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
ঢাকা কলেজে শিক্ষার্থীদের জন্য ৮টি আবাসিক হোস্টেল রয়েছে।
হোস্টেল বন্ধের প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কিছু শিক্ষার্থী। এই ঘটনায় অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শুরু থেকেই পুলিশ ব্যবসায়ীদের পক্ষে কাজ করছে। কলেজ প্রশাসন সে বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে হোস্টেল বন্ধ ঘোষণা করেছে। আমরা এর নিন্দা জানাই এবং অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।
আজ সকাল থেকেই শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। এর আগে গতকাল রাতে এই সংঘর্ষ শুরু হয়।
Comments