ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ ভোররাত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে পরপর তিনটি ট্রাক বিকল হয়ে গেলে যানজটের সূত্রপাত হয় এবং পরে অতিরিক্ত গাড়ির চাপে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

তিনি আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং সকাল ১০টার পর থেকে ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে। 

যানবাহনের চালকরা জানান, ভোর ৪টা থেকে মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে।

এ দিকে গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, লকডাউন শিথিল হওয়ার পর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের এই অংশকে যানজট মুক্ত রাখতে গোরাই হাইওয়ে পুলিশের ৩৭ জন সদস্য সক্রিয় রয়েছে।  

তিনি আরও জানান, মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৭ জুলাই থেকে মহাসড়কে বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের সাথে হাইওয়ে পুলিশও দায়িত্ব পালন করবে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

6h ago