তিন দিনের ডিসি সম্মেলন শুরু ১৮ জানুয়ারি

জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। তিন দিনের এই সম্মেলন শুরু হবে আগামী ১৮ জানুয়ারি।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নতুন তারিখ নির্ধারণের কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত সম্মেলন চলবে।
এর আগে ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা বলেন, সম্মেলনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ আমরা চিঠি পেয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসি সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
করোনা মহামারির কারণে গত দুই বছর ডিসি সম্মেলন হয়নি। সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে সম্মেলন হয়।
ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে নীতি নির্ধারণী বিষয়ে আলোচনার সুযোগ পান।
Comments