তেজগাঁওয়ে প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি প্রাইভেট কার থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাবিস্কো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি (অপারেশন) শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৭ অক্টোবর ধানমন্ডি থানায় একটি প্রাইভেট কার নিখোঁজের অভিযোগ করা হয়। আজ রাত ১২টার দিকে খবর পেয়ে তারা নাবিস্কো এলাকায় গিয়ে রাস্তার পাশে ওই গাড়িটি পড়ে থাকতে দেখেন।
পরে, গাড়িটি তল্লাশি করে একটি বস্তার ভেতরে মরদেহটি পাওয়া যায় বলে জানান তিনি।
তিনি আরও জানান, পুলিশের ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে তদন্ত করবে।
Comments