তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক চলবে না: মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে কথা বলেননি।

আজ রোববার দুপুরে পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত আমরা ধর্মঘট অব্যাহত রাখব।'

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে যেহেতু বাস ভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠক হচ্ছে, তাই তারা অংশ নেননি।

বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির প্রেসিডেন্ট মকবুল আহমেদ বলেন, 'যতক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম সংক্রান্ত সমস্যার সমাধান না হচ্ছে, আমরা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করবো না।'

Comments

The Daily Star  | English
Residential and commercial hub in Uttara

Uttara: A city within a city

Before the 90s, Uttara offered little aside from open fields of green and waterlogged land.

13h ago