দলিত সম্প্রদায়ে আরও সনু রানী দাস তৈরি হোক: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'নারায়ণগঞ্জের দলিত সম্প্রদায়ের প্রথম গ্র্যাজুয়েট সনু রানী দাস। সেই একমাত্র এ সম্প্রদায়ের হয়েও পড়ালেখা করে বের হয়ে আসতে পেরেছে। কিন্তু আমি চাই তার মতো আরও সনু তৈরি হোক। নিজ থেকে বলতে হবে আমি সমাজের কোনো বাধা মানবো না। আমি এগিয়ে যাবো। প্রয়োজনে সেই শিশুদের পড়ালেখার খরচ আমি বহন করব।'
মঙ্গলবার দুপুরে শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে দলিত নারী সম্মিলন-২০২২ এর আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি' স্লোগানে এর আয়োজন করে দলিত নারী ফোরাম ও নাগরিক উদ্যোগ।
মেয়র আইভী বলেন, 'পৌরসভার সময় থেকেই আমরা তাদের নিয়ে কাজ করছি। প্রথম শর্ত ছিল বাচ্চাদের স্কুলে দিতে হবে। কিন্তু কেউ সেটা করে না। আমি এখনও বলছি আপনাদের সন্তানদের স্কুলে পাঠান। সিটি করপোরেশনের পরিচালনায় অপরাজিতা সিটি স্কুল করা হচ্ছে। সেখানে তাদের জন্য ১০ শতাংশ কোটা থাকবে। তাদের স্কলারশিপ দেওয়া হবে।'
তিনি বলেন, 'এখন ১০০ কোটি টাকা ব্যয়ে তাদের জন্য ৬টি আবাসিক ভবন করা হচ্ছে। আমি চাই তারা এখান থেকে বের হয়ে আসুক। নতুন কোনো পেশায় কাজ করুক। যারা বাচ্চাদের স্কুলে পাঠাবে না তাদের সিটি করপোরেশনের চাকরি থেকে বের করে দেওয়া হবে।'
এনজিওগুলোর উদ্দেশ্যে আইভী বলেন, 'এনজিওগুলো দলিত সম্প্রদায়ের নারীদের নিয়ে এখানে কাজ করে। কিন্তু তাদের কাজের কোন অগ্রগতি আমাকে জানানো হয় না। নারীদের মোম বানানো, হাতের কাজ, সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের বানানো পণ্য বিক্রির জন্য মার্কেটের ব্যবস্থা করে দেবে সিটি করপোরেশন। কিন্তু এনজিওগুলো আমায় জানায় না। তাই এনজিওর কাছ থেকে বেশি সাড়া পেতে হবে। আসুন প্রতিপক্ষ না ভেবে একে অপরের হয়ে কাজ করি।'
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রাণী দাস, দলিত নারী ফোরাম কর্মসূচি কর্মকর্তা সনু রানী দাসসহ আরও অনেকে।
Comments