দাবি পূরণের আগে দোকান খুললে ফের আন্দোলনের হুমকি শিক্ষার্থীদের

ছবি: স্টার/ মুনতাকিম সাদ

দাবি পূরণের আগে নিউমার্কেট এলাকার দোকানপাট খুলে দিলে আবারও আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের সময় 'শিক্ষার্থীদের ওপর হামলা, কলেজের প্রশাসনিক ভবনে গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের' ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা।

আজ সকাল থেকে ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী হুমায়ুন কবির আমজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দাবি না মেনে মার্কেটগুলো খুলে দিলে আমরা আবার রাস্তায় নামব।'

মোহাম্মদ রিফাত নামের আরেক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শুনেছি, ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আলোচনা করছি। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হলো, আমাদের দাবি পূরণের আগে যদি দোকান খোলা হয়, আমরা ফের আন্দোলন করব। আলোচনা শেষ হলেই আমরা কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলব।'

এর আগে আজ রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানান ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো— হল-ক্যাম্পাস খোলা রেখে ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম অব্যহত রেখে সমস্যা সমাধান করতে হবে, এডিসি হারুনকে প্রত্যাহার করতে হবে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করতে হবে, সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago