আতশবাজি-ফানুস দিয়ে বর্ষবরণ, মাতুয়াইলে বাড়ির ছাদে অগ্নিকাণ্ড
ফানুস উড়িয়ে ও আতশবাজি পুড়িয়ে ২০২২ সালকে সালকে স্বাগত জানালো দেশবাসী। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এভাবে বর্ষবরণ শুরু হওয়ার পর সাড়ে ১২টার দিকে রাজধানীর মাতুয়াইলে একটি বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে জানান, মাতুয়াইল স্কুল রোডে ৩ তলা বাড়ির ছাদে ফানুস পড়ে আগুন ধরে যায়। সেখানে কিছু শুকনো কাঠ ছিল। ছাদে জ্বলন্ত ফানুস পড়ে সেগুলোতে আগুন ধরে।
তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মাতুয়াইলে বাড়ির ছাদের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে কাজ করছে।
তিনি জানান, আগুন লাগার ঘটনায় ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ফোন এসেছে সাহায্য চেয়ে।
ফানুস উড়ানো বা আতশবাজি পোড়ানোর সময় আগুন লাগার ঘটনায় ঢাকার লালবাগ, পোস্তগোলা, ডেমরা, বারিধারা, কুর্মিটোলা, উত্তরা, মিরপুর থেকে ফায়ার সার্ভিসের কাছে ফোন আসে।
তবে এসব আগুন লাগার ঘটনার বেশিরভাগই তেমন গুরুতর নয় এবং স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন।
Comments