কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের ধাক্কায় গরু নিহত

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে গরু দুটি মারা গেলেও ৯৪ যাত্রীর সবাই অক্ষত আছেন।
কক্সবাজার বিমানবন্দর। ছবি: উইকিপিডিয়া

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে গরু দুটি মারা গেলেও ৯৪ যাত্রীর সবাই অক্ষত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজের একটি ডানায় গরু দুটির আঘাত লাগে।

কক্সবাজার বিমানবন্দর সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি ৭টা ০৫ মিনিটে নিরাপদে ঢাকায় শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

Comments

The Daily Star  | English

Incentivising internal migration can better calorie intake

A research experiment on providing temporary migration loans in Bangladesh saw a 22 percentage point rise in such movements from the rate of households already prone to adopting this mode of income. 

13m ago