কমলাপুরে ট্রেনে কাটা পড়ে রেল কর্মীর মৃত্যু

ট্রেন
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর কমলাপুরে রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে রেলওয়ের পয়েন্টস ম্যান আলাল উদ্দিনের (৪৬) মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আলাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কমলাপুর রেলওয়ের স্টাফ কোয়ার্টারে থাকতেন।

ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, 'আলাল ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিন জোড়া লাগানোর দায়িত্বে (পয়েন্টস ম্যান) ছিলেন। সকালে স্টেশনের ৩ ও ৪ নম্বর প্লাটফর্মের মাঝে ইঞ্জিনের সঙ্গে বগি সংযুক্ত করার জন্য দাড়িয়ে ছিলেন আলাল। এ সময় চট্রগাম থেকে আসা তুর্ণা নিশিতা ট্রেনের ইঞ্জিন ওই লাইন দিয়ে চলে আসলে তিনি তা খেয়াল করতে পারেননি। তখন ইঞ্জিনের নিচে কাটা পড়েন।'

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আলালের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Soft-spoken Prevost is first pope from the United States

The new Leo XIV, a Chicago native, was entrusted by his predecessor Francis

17m ago