কমলাপুর রেলওয়ে স্টেশনে মালবাহী কনটেইনারে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

কমলাপুর রেল স্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগুনের সংবাদ পাওয়ার পর ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৩টি ইউনিট কাজ করে। পরে সদর দপ্তর থেকে আরো ১টি ইউনিট যোগ দেয়। কনটেইনারটি একটি মালবাহী কনটেইনার বলে জানা গেছে।

ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক শাহজাহান শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানির সংকট থাকায় এবং কনটেইনারের ভেতর ইলেকট্রনিক মালামাল থাকায় একটু সাবধানে পানি দিতে হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Comments