ক্যাপশন ইজ পেন্ডিং..!

বগুড়া পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এবং টেকনোলজির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরান হোসেন মোহন (২৩)।
আজ শনিবার বগুড়া চারমাথা সংলগ্ন গোদারপাড়া বাজারের কাছে বালুবাহী ট্রাকের চাপায় মারা যান তিনি। মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগে মোহন তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি আপলোড করেন। যার ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল 'ক্যাপশন ইজ পেন্ডিং'।
কামরান হোসেন মোহনের মৃত্যুর সংবাদ তার বন্ধুমহলে ছড়িয়ে পড়লে অনেকেই সেই পোস্টে গিয়ে লিখেছেন 'এই শিরোনামটি বাকিই থেকে গেলো বন্ধু'। অনেকে আবার দুঃখ প্রকাশ করে লিখেছেন, 'আর কোনোদিন এই কমেন্টের উত্তর পাওয়া যাবে না। যেখানেই থাকো ভালো থেকো....'
বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর মাসুদ রানা জানান, মোহন আজ একটি পরীক্ষা শেষে মোটরসাইকেলে গ্রামের বাড়ি কাহালু যাচ্ছিলেন। গোদারপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোহন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, ট্রাকটিকে আটক করা গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহতের পরিবারের সদস্যরা কোনো মামলা করতে চাননি তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান সাব-ইন্সপেক্টর মাসুদ রানা।
Comments