সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

গায়ের লাল গেঞ্জি দেখে মৃত ছেলেকে শনাক্ত করেন বাবা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন রবিউল আলম (১৮)। তার বাবা আব্দুল মজিদ রাত ২টা থেকে অনুসন্ধান শুরু করে বিকেল ৪টার দিকে তাকে শনাক্ত করেন। ছেলের গায়ের লাল গেঞ্জি দেখে রবিউলকে শনাক্ত করেন বাবা।
রবিউল আলমের বাবা আব্দুল মজিদ। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন রবিউল আলম (১৮)। তার বাবা আব্দুল মজিদ রাত ২টা থেকে অনুসন্ধান শুরু করে বিকেল ৪টার দিকে তাকে শনাক্ত করেন। ছেলের গায়ের লাল গেঞ্জি দেখে রবিউলকে শনাক্ত করেন বাবা।

রবিউলের বাবা আব্দুল মজিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ছেলে এখানে লেবারের কাজ করত। রাত ঠিক ১০টা ৬ মিনিটে সর্বশেষ রবিউলের সঙ্গে আমার কথা হয়। ও আমাকে বলেছিল, বাবা এখানে আগুন লেগেছে।'

তিনি আরও বলেন, 'আমি তখন তাকে বলি, যে কোনোভাবে ওখান থেকে বের হও। কিন্তু আমার ছেলে বের হতে পারেনি। পরে আমি ছেলেকে খুঁজতে বাঁশখালী থেকে ছুটে আসি। রাত ২টা থেকে তাকে খুঁজতে শুরু করি। বিকেলে ৪টার দিকে গায়ের লাল গেঞ্জি দেখে শনাক্ত করি। আমার ছেলে ৬-৭ মাস ধরে এখানে কাজ করছিল।'

রবিউল আলম ৫ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিল বলে জানান তারা বাবা।

Comments