দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে নৌকাডুবি: এখনও নিখোঁজ ৯ জন, লঞ্চ জব্দ আটক ৪

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকার নিখোঁজ ৯ যাত্রীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নৌকাটিকে ধাক্কা দেওয়া এমভি ফারহান-৬ লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। এছাড়া ওই লঞ্চের চালক, মাস্টারসহ ৪ কর্মীকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকার নিখোঁজ ৯ যাত্রীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নৌকাটিকে ধাক্কা দেওয়া এমভি ফারহান-৬ লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। এছাড়া ওই লঞ্চের চালক, মাস্টারসহ ৪ কর্মীকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকার কালীগঞ্জ এলাকার নিজস্ব ডকইয়ার্ড থেকে লঞ্চটিকে আটক করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'লঞ্চটি আমরা আটক করেছি। তবে লঞ্চটির একটি ইঞ্জিন বিকল ছিল। লঞ্চের মালিক গোলাম কিবরিয়া টিপু নিজস্ব ডকইয়ার্ডে লঞ্চটিকে নিয়ে ইঞ্জিন খুলে ফেলেছে। তাই সেটিকে ওই ডকইয়ার্ডেই আটক রেখেছি।'

এ ঘটনায় নারায়ণগঞ্জ নৌ থানায় মামলা হবে বলে জানান তিনি।

নিখোঁজদের স্বজনদের আহাজারি। ছবি: স্টার

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'লঞ্চের চালক, মাস্টারসহ ৪ জনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।'

লঞ্চের মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু দ্য ডেইলি স্টারকে বলেন, 'লঞ্চটি চরফ্যাশন থেকে আসছিল। পথে একটি জায়গায় লঞ্চটি আটকে যায়। এ সময় ছুটানোর চেষ্টা করলে একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এক ইঞ্জিনে লঞ্চটি ঢাকা আসছিল। সকাল পৌনে ৯টার দিকে একটি ট্রলার লঞ্চের সঙ্গে ধাক্কা খায়। তখন লঞ্চটির লোকজন সেখানে থেমে গিয়ে বয়া ফেলে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন।'

সে সময় কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না এবং লঞ্চটা ধীরগতিতে চলছিল বলে জানান তিনি।

উদ্ধার অভিযান। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ওই লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ আছেন। এ ঘটনায় সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে।

তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া নিখোঁজ কাউকে উদ্ধার করাও সম্ভব হয়নি।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদাউস ডেইলি স্টারকে বলেন, 'কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও নদীর পানি কালো হওয়ায় আজকের মতো উদ্ধার করা সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু হবে।'

এ ঘটনায় নিখোঁজ ৯ জন হলেন-আব্দুল্লাহ, মোতালেব, সাব্বির, বিল্লাল হোসেন, জেসমিন আক্তার, তামীম খান, তাফসিয়া, তাসমিম ওরফে তাসলিমা ও আওলাদ।

Comments