নেত্রকোণায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণার পৃথক দুই স্থানে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

নেত্রকোণার পৃথক দুই স্থানে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ২ শিশু হলো মোহাম্মদ আলী (১৪ মাস) ও নাবিল (৩ বছর)। মোহাম্মদ আলীর বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা গ্রামে এবং নাবিল জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. খোকন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল সন্ধ্যায়  বাড়ির আঙিনায় জমে থাকা বন্যার পানিতে ডুবে যায় শিশু মোহাম্মদ আলী। পরে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে যায় শিশু নাবিল। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন। 

পুলিশ পরিবারের কাছে ২ শিশুর মরদেহ হস্তান্তর করেছে।

Comments