পদ্মায় নৌকা ডুবে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে ২ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত আছেন নিখোঁজ আছেন আরও কয়েকজন।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের নিলুফা ইয়াসমিন (৫০) ও তার নাতনী নারায়নপুর গ্রামের মাইসা (৫)।
আজ বুধবার বিকেলে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে একটি নৌকা ৩০ জন যাত্রী নিয়ে দুপুরে দশরশিয়া বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। পরে স্থানীয়রা ২০-২২ জনকে উদ্ধার করেন। এর মধ্যে নীলুফা ও মাইসাকে মৃত অবস্থায় পাওয়া যায় উদ্ধার করা হয়।
শিবগঞ্জের ইউএনও সাকিব আল রাব্বি বলেন, এ ঘটনায় প্রায় ৭-৮ জন নিখোঁজ আছেন বলে ধারণা করছি। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার চালাচ্ছেন।
Comments