ফোনে কথা বলছিলেন চালক, বাস খাদে পড়ে নিহত ৩

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা সদর উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালভার্টের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা সদর উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনার বেড়া উপজেলার পুটিগারা গ্রামের শিউলি খাতুন (২৮), সাথিয়া উপজেলার বৃহস্পতিপুর গ্রামের মোরশেদা বেগম (৭০) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জংলিপুর গ্রামের বাসিন্দা ও বাসের হেলপার মো. মজিবর হোসেন (৩০)।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

নিহতদের মধ্যে শিউলি ও মোরশেদা ঘটনাস্থলে নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মজিবর মারা যান।

আহতদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, 'বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর থেকে পাবনাগামী মোহাম্মদ এক্সপ্রেস বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ জনের মৃত্যু হয়।'

যাত্রীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বলেন, 'যাত্রীদের নিষেধ অমান্য করে বাস চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ একটি কালভার্টের উঁচু জায়গায় বাসটি ধাক্কা খেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।'

হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রী মানিক হোসেন ডেইলি স্টারকে বলেন, 'চালককে গাড়ির মধ্যে সব যাত্রী বারবার নিষেধ করলেও, তিনি না শুনে এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে আর এক হাত দিয়ে কানে মোবাইল ধরে কথা বলতে বলতে অসতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন।'

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে।

Comments