বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই বাসের হেলপার নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. রানা (৩৬) ঢাকার মিরপুরের আমজাদ মিয়ার ছেলে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোল্লা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস সকালে কুয়াকাটা থেকে ছেড়ে এসে কলাপাড়া বাস কাউন্টারে যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। ওই বাসের হেলপার রানা বাস থেকে নেমে কাউন্টারের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় চালক বাসটি ঘোরাতে গেলে চাকায় পিষ্ট হন হেলপার রানা। উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
Comments