ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 
ছবি:মাসুক হৃদয়/স্টার

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে এর ইঞ্জিন ও সামনের দিকের ১৮টি বগিসহ পাঘাচং রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

তবে লাইনচ্যুত হওয়া বগিসহ পেছনের বাকি বগিগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি‌। আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেন বাকি ১৩ বগি উদ্ধারে কাজ করছে।

এর আগে আজ বিকেল ৫টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

স্টেশনে কর্মরত সহকারী স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বর অতিক্রমের সময় এর একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশশনের ফুটওভার ব্রিজ পার হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। পরে দেখা যায়, ওই বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর দেড় ঘণ্টা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে আপ লাইনে অর্থাৎ ঢাকা অভিমুখী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। 

 

Comments