মানিকগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

মানিকগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান নামের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. হাফিজুল (৩৫), তার মা হাসনা বেগম (৬০) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া থেকে নিউ ভিলেজ লাইন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মুলজান এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এবং আরও অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩০) মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
Comments