মির্জাপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৫

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, আজ দুপুর ১টার তেলিপাড়ায় একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর ২টি যানবাহনই পাশের খাদে পড়ে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক ও ডেলিভারিম্যান ঘটনাস্থলেই মারা যান। আহত হন ৫ বাসযাত্রী।

নিহতদের নাম এখনও জানা যায়নি। আহতদের মধ্যে ৩ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপপরিদর্শক আরও জানান, যানবাহন ২টি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

3h ago