মীরসরাই দুর্ঘটনা: গেটম্যানের বিরুদ্ধে রেল পুলিশের মামলা

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)।
মীরসরাই
শুক্রবার দুপুরে মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)।

মীরসরাই উপজেলায় লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে গতকাল শুক্রবার রাতে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির ৩০৪ ধারায় মামলাটি দায়ের করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

1h ago