মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মুগদা হাসপাতালের ৬তলায় আইসিইউ ও ক্যাথ ল্যাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অগ্নিদগ্ধ ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর দেড়টার দিকে তাদেরকে এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন, হাসপাতালের আইসিইউর নার্স ইনচার্জ শাহিনা আক্তার (৪০), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), ওমর ফারুক (২৫) এবং আলমগীর হোসেন (২৬)। অগ্নিদগ্ধ হয়েছেন ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ড বয় নাজমুল হাসান (২১) এবং মেরি আক্তার (২৬) ।
Comments