মেঘনায় পাথর বোঝাই বাল্কহেড ডুবি
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মক্কা-মদিনা নামে একটি পাথর বোঝাই বাল্কহেড ডুবে গেছে।
শনিবার সকালে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উপজেলার চরকিং ইউনিয়নের দরগা ঘাট এলাকায় মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়।
এ ঘটনায় বাল্কহেডটিতে থাকা ৫ নাবিক সাঁতার কেটে তীরে পৌঁছান।
হাতিয়া উপজেলার নলচিরা নৌ পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় নলচিরা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসির উদ্দীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাল্কহেডের নাবিকদের বরাত দিয়ে নাসির উদ্দীন বলেন, '৫ জন নাবিক একটি বাল্কহেডে সিলেট থেকে পাথর বোঝাই করে চট্রগ্রামের সন্দীপে যাচ্ছিলেন। শনিবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে উপজেলার চরকিং ইউনিয়নের দরগা ঘাট এলাকায় মেঘনা নদীর তীরে নোঙর করে নাবিকরা বিশ্রাম নিচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে কাল বৈশাখী ঝড় শুরু হলে বাল্ককহেডটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।'
জাহাজের চালক সুমন মিয়া জানান, হঠাৎ করে বাতাসের তীব্রতা বেড়ে গেলে পাথরসহ বাল্কহেডটি ডুবে যাওয়ার সময় ৫ নাবিক সাঁতরে তীরে উঠেন।
Comments