রামপুরায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রাজীব (৩৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রাজীব (৩৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। এক ছেলে দুই মেয়েসহ ও স্ত্রী লাকি বেগমকে নিয়ে রাজীব খিলগাও সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরি গলিতে থাকতেন। ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনের রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এমন সময় রামপুরা থেকে মালিবাগগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং সেটির চালককে আটক করা হয়েছে।

রাজীবের মরদেহ কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
 

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

45m ago